হাজার মাইল দূরের কম্পিউটারে কাজ করুন ঘরে বসে !!!

12/03/2012 23:11

আসুন  দেখি কিভাবে আপনি দেশে/বিদেশে থাকা আপনার বন্ধুর পিসির কাজ করে দিবেন।

 

১। প্রথমে টিম ভিউয়ার সফ্টওয়ারটি লাগবে দুই পিসির জন্যই, (সেই সাথে নেট কানেশনতো অবশ্যই লাগবে)

২। এখানে ক্লিক করে সফ্টওয়াটি ডাউনলোড করে নিন,   (  সাইজ মত্র- 3.89 MB  )  

৩। স্বাভাবিক নিয়মেই এটা ইন্সটল করে ফেলুন,

৪। এবার সফ্টওয়ারটি ওপেন করুন দুজনই।

৫। এরপর Remote Control ট্যাব থেকে Partner ID তে আপনার বন্ধুর আইডি লিখুন । অর্থাৎ আনার বন্ধুর সফ্টওয়ারটি ওপেন করলে সেখানেও এটার মতো Your ID ও নিচে Password দেওয়া থাকবে। (আপনার বন্ধুর নিকট থেকে তার  আইডি ও পাসওয়ার্ড জেনে নিন)

৬। এবার Connect to Partner বাটনে ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করেলে Password চাইবে ,

৭। Password দিয়ে Log On এ ক্লিক করুন,

৮। আবার কিছুক্ষন পরে একটা ডেস্কটপ ওপেন হবে, এই ডেস্কটপটি হচ্ছে আপনার বন্ধুর পিসির ডেস্কটপ।

এখন আপনি তার পিসির কাজ করতে পারবেন খুব সহজেই,

ধন্যবাদ সবাইকে

পোস্টটি করেছেন Sumon Gang (হাজার মাইল দূরের কম্পিউটারে কাজ করুন ঘরে বসে !!!) টিউনটি ভালো লাগলে কোন প্রকার লগইন ছাড়াই মন্তব্য প্রদান করুণ। কোন প্রকার অনৈতিক মন্তব্য প্রদান না করার জন্য বিশেষ ভাবে অনুরুধ করা যাচ্ছে।

No comments found.

New comment