যারা Nokia 5800 Or Nokia N97 ব্যবহার করেন তাদের জন্য হয়ত অনেক কাজে দিবে!!!!!!!!

27/12/2011 10:01

যারা Nokia 5800 Or Nokia N97 তাদের জন্য আমার আজকের পোস্ট। এই সফ্টওয়্যারটির কাজ হলো সাইরেন বাজানো। ভাবছেন এইটা আবার কী। বলছি শুনুন----

এটা এমন একটা সফটওয়্যার যেটা দিয়ে আপনি আপনার মোবাইলে গাড়ীর মতো করে সিকিউরিটি সাইরেন সিস্টেম যোগ করতে পারেন। মানে হলো আপনি আপনার মোবাইল যখন পকেটে রাখবেন তখন একটা বিপ শব্দ হবে এবং সেটা যদি পকেট থেকে সিস্টেম অনুযায়ী বের না করে সরাসরি বের করা হয় বা কোথাও পড়ে যায় বা অন্যকেউ বের করে তবে সাথে সাথে সাইরেন বাজতে শুরু করবে।

এখন নিশ্চই বুঝতে পেরেছেন!!!!!

 

সফ্টওয়্যারটি ডাউনলোড করতে নিচের দুইটি লিংক দিলাম এবং ব্যবহার পদ্বতিও দিয়ে দিলাম---

প্রথমে Python 1.9.5  ডাউনলোড করে ইন্সটল করুন।

তারপর XpressAlarm  ডাউনলোড করে ইন্সটল করুন।


এবার এ্যাপলিকেশন মেনুতে গিয়ে XpressAlarm প্রোগ্রামটা রান করুন।এবং প্রোগ্রামটা রান করা অবস্থাতে মোবাইলের লক কি চেপে লক করুন এবং পকেটে রাখুন।
এবার বিপ শব্দ শুনতে পাবেন। বিপ বাজার পরে আপনি মোবাইলটা পকেট থেকে বের করুন.......আশা করি সাইরেন বাজতে শুরু করছে।

আপনি মনে রাখবেন মোবাইলটা পকেট থেকে বের করার আগে লক কি তে চাপ দিয়ে লক খুলে তারপর বের করতে হবে নাহলে সাইরেন বাজা শুরু করবে।

 

টিউনটি ভালো লাগলে আশাকরি মন্তব্য করবেন
আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ

 

পোস্টটি করেছেন Sumon Gang (যারা Nokia 5800 Or Nokia N97 ব্যবহার করেন তাদের জন্য হয়ত অনেক কাজে দিবে!!!!!!!!) টিউনটি ভালো লাগলে কোন প্রকার লগইন ছাড়াই মন্তব্য প্রদান করুণ। কোন প্রকার অনৈতিক মন্তব্য প্রদান না করার জন্য বিশেষ ভাবে অনুরুধ করা যাচ্ছে।

No comments found.

New comment