মজার খবর.....!!!!! জেএসসি/জেডিসি পরীক্ষায় ফেলরা পাশ জলদি চেক করুন...!!!

10/01/2012 08:13

আজ সকাল থেকে জেএসসি/জেডিসি ইন্টারনেটের রেজাল্ট মনে হচ্ছে পরিবর্তন হয়েছে। রেজাল্টে দেখা যাচ্ছে যারা ফেল করেছিল তার মধ্যে বেশিরভাগই পাশ করেছে। বিষয়টি নিয়ে মাগুরা মহম্মদপুর উপজেলা খলিশাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব সাইফুর রহমান জানান তাদের স্কুলে মোট পরীক্ষাথীর মধ্যে ৫১ জন ফেল করেছিল তার মধ্যে ২০ জন পাশ করেছে, অনেক ভাল শিক্ষার্থী ফেল করে বোর্ডে খাতা পর্যন্ত চ্যালেঞ্জ করেছিল। স্কুলের ভাবমুর্তি অনেকটা ক্ষুন্ন হয়েছে। আপনাও দেখুন আপনাদের কে উ ফেল করে থাকলে এখনই নেটে চেক করুন। হাজার হোক ৮ম শ্রেণীর এই খুদে শিক্ষার্থীরা কচি মনে কত কষ্ট পেয়েছিল ফেল করে। অনেকেই পুনরায় রেজাল্ট পেয়ে মহা খুশি। কিন্তু কথা হচ্ছে রেজাল্টে এই মহা পরিবর্তনের কারণ কি?

পোস্টটি করেছেন Sumon Gang (মজার খবর.....!!!!! জেএসসি/জেডিসি পরীক্ষায় ফেলরা পাশ জলদি চেক করুন...!!!) পোস্টটি ভালো লাগলে কোন প্রকার লগইন ছাড়াই মন্তব্য প্রদান করুণ। কোন প্রকার অনৈতিক মন্তব্য প্রদান না করার জন্য বিশেষ ভাবে অনুরুধ করা যাচ্ছে।

No comments found.

New comment