দারুণ একটি মোবাইল সফ্টওয়্যার না দেখলে মিস করবেন!!!!! (যাদের মোবাইলে জাভা সাপোর্ট করে শুধুমাত্র তাদের জন্য)

02/01/2012 04:53

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো দারুণ একটি মোবাইল সফ্টওয়্যার। সফ্টওয়্যারটির নাম blueftp। এই সফ্টওয়্যারটির মাধ্যমে অনেক কিছু করা যায়।

এর মধ্যে যেগুলো উল্লেখ্যযোগ্য সেগুলো হলো---

১)   PDF পড়া যায় [যদি ইউনিকোডে থাকে]

২)   Zip ফাইল Unzip করে দেখা যায়। Unzip ফাইল কে Zip এ রুপান্তর করা যায়।

৩)   যেকোন ফোল্ডার কে .nth /jar/jad/sis/sisx ফাইলে কমপ্রেস করা যায়।

৪)   এটি একটি ব্লুটুথ ডিভাইস হিসেবেও ব্যবহার করা যায়।

৫)   যেকোন .Nth ফরম্যাটের থিমে ব্যবহৃত ছবি ও কোডগুলো আলাদা করে দেখা যায়।

এছারাও অরো অনেক কিছু করাযায় যা আপনি সফ্টওয়্যারটি ব্যবহার করলেই বুঝতে পারবেন।

সফ্টওয়্যারটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুণ

টিউনটি ভালো লাগলে আশাকরি মন্তব্য করবেন
আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ

পোস্টটি করেছেন Sumon Gang (দারুণ একটি মোবাইল সফ্টওয়্যার না দেখলে মিস করবেন!!!!!) টিউনটি ভালো লাগলে কোন প্রকার লগইন ছাড়াই মন্তব্য প্রদান করুণ। কোন প্রকার অনৈতিক মন্তব্য প্রদান না করার জন্য বিশেষ ভাবে অনুরুধ করা যাচ্ছে।

No comments found.

New comment