কোন ‍সফটওয়্যার ছাড়াই উইন্ডোজ ৭ এর লগ অন স্ক্রিণ চেন্জ করুণ!!!!!!!!!!!!!!!!!

24/12/2011 09:46

যারা উইন্ডোজ ৭ ব্যবহার করেন তাদের জন্য আমার এই টউন। আজ আমি আপনাদের সাথে শেয়ার

করবো কিভাবে কোন সফটওয়্যার ছাড়া উইন্ডোজ ৭ এর লগ অন স্ক্রিণ চেন্জ করা যায়। তাহলে

কাজের কথায় আশা যাক।

Customize the Windows 7 log-on screen

উইন্ডোজ ৭ এর লগ অন স্ক্রিণ চেন্জ এর জন্য প্রথমে আপনাকে যেতে হবে Run এ Run এ গিয়ে Regedit লিখে enter চাপুন তারপর চলেযান নিচের মত করে HKEY_LOCAL_MACHINE/Software\Microsoft\Windows\CurrentVersion\Authentication\ LogonUI\Background এ গিয়ে ডান পাশে দেখবেন OEMBackground

তাতে ডাবল ক্লিক করুণ তারপর দেখবেন একটা বক্স এসেছে সেই বক্সের Value data: ঘরের 0 কে 1 বানিয়ে দিয়ে ok করুণ।

বিঃদ্রঃ OEMBackground যদি না পান তাহলে ঐ স্থানে মাউসের রাইট পাশের কী চাপুন তাহলে দেখবেন New এখানে গিয়ে DWORD (32-bit) Value তে ক্লিক করুণ তাহলে দেখবেন New Value তৈরি হয়েছে। তখন সেটার নাম Rename করে লিখুন OEMBackground।

তারপর আপনার পছন্দ মত ছবি নিন যার সাইজ হতে হবে 256KB এর মধ্যে হতে হবে। ছবি নির্বাচন হয়ে গেলে সেই ছবিটি কপি করে চলেযান নিচের মত করে

C:\Windows\system32\oobe\info\backgrounds folder এ গিয়ে ছবিটি পেস্ট করুণ এবং তার নাম দিন backgroundDefault ব্যাস কাজ শেষ তারপর কম্পউটার Reboot করুণ আর উপবভাগ করুণ আপনার লগ অন স্ক্রিণ।

বি:দ্র: oobe folder এ গিয়ে যারা info\backgrounds folder না পাবেন তারা নিজেরা এই folder তৈরি করে নিন তাহলে কাজ হয়ে যাবে।

টিউনটি ভালো লাগলে আশাকরি মন্তব্য করবেন
আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ

পোস্টটি করেছেন Sumon Gang (কোন ‍সফটওয়্যার ছাড়াই উইন্ডোজ ৭ এর লগ অন স্ক্রিণ চেন্জ করুণ!!!!!!!!!!!!!!!!!) টিউনটি ভালো লাগলে কোন প্রকার লগইন ছাড়াই মন্তব্য প্রদান করুণ। কোন প্রকার অনৈতিক মন্তব্য প্রদান না করার জন্য বিশেষ ভাবে অনুরুধ করা যাচ্ছে।

No comments found.

New comment