এখন নিজেই তৈরি করুণ নিজের মতো করে সুন্দর সুন্দর GIF Animation!!!!!

03/01/2012 19:18

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আজ আমি আপনাদের সাথে যে সফ্টওয়্যারটি শেয়ার করবো তার নাম Easy GIF Animator। যার মাধ্যমে আপনি খুব সহজে আপনার ইচ্ছা মত GIF Animation তৈরি করতে পারবেন। সফ্টওয়্যারটির ব্যবহার খুব সহজ।

আসুন আমরা একনজরে সফ্টওয়্যারটির কিছু ছবি দেখেনেই এবং এর সাথে পরিচিত হয়েনেই।

(১)

(২)

(৩)

(৪)

(৫)

আশাকির ছবির মাধ্যমে সফ্টওয়্যারটির ব্যবহার কীভাবে করে তাও বুঝেগেছেন। এখন আসাযাক সেটআপ করে ফুলভার্শন করার পদ্বতিতে।

প্রথমে সফ্টওয়্যারটি সেটআপ করুণ। পরে সফ্টওয়্যারটি রাণ হতে চাইলে ক্লোজ করুণ এবং রাণ হতে চাইলে তা ক্লোজ করুণ।

পরে ক্রেকফাইলটি কপি করুণ এবং সফ্টওয়্যারটি যে স্থানে সেটআপ করেছেন সেখানে রিপলেস করুণ এবং পরে সিরিয়াল কী দিয়ে ফুলভার্শন করেফেলুন।

সিরিয়াল কী এবং ক্রেক ফাইল ভেতরে দেওয়া আছে।

এখন ডাউনলোড করার পালা। সফ্টওয়্যারটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুণ

টিউনটি ভালো লাগলে আশাকরি মন্তব্য করবেন
আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ

পোস্টটি করেছেন Sumon Gang (এখন নিজেই তৈরি করুণ নিজের মতো করে সুন্দর সুন্দর GIF Animation!!!!!) টিউনটি ভালো লাগলে কোন প্রকার লগইন ছাড়াই মন্তব্য প্রদান করুণ। কোন প্রকার অনৈতিক মন্তব্য প্রদান না করার জন্য বিশেষ ভাবে অনুরুধ করা যাচ্ছে।

No comments found.

New comment