মোবাইলে বাংলা দেখা এবং বাংলায় লেখা.....সহজ পদ্ধতি

09/02/2012 11:32

যাদের মোবাইলে Builtin Bangali set করা নেই তাদের জন্য ...............
বাংলা পড়ার জন্য -

যদি মোবাইলে বাংলা সেট করা না থাকে তাহলে প্রথমে অপেরা মিনি download করুন ।
কম্পিউটার থেকে download করে mobile এ install দিতে চাইলে এখানে ক্লিক করুন । আর যাদের করাই আছে তারা input adress এর জায়গায় লিখুন about:confg এবং ok চাপুন ।

যদি কাজ না হয় তাহলে লিখুন opera:config এবং ok চাপুন

এরপর একটা settihgs page আসবে । একটা setings দেখবেন ''Use bitmap fonts for complex scripts '' যেটা no করা আছে । অপশনটি সাধারনত সবার শেষে থাকে ।


সেটা yes করে save করুন ।


তাহলেই আপনার OPERA MINI তে বাংলা দেখতে পারবেন ।
বাংলা লেখার জন্য -

এখান থেকে Panini software টির বাংলা র্ভাসন আপনার মোবাইলে ডাউনলোড করে নিন । তারপর এতে বাংলায় লিখে save করে পরে ড্রাফটস্ এ গিয়ে copy করে আপনার ব্রাউজারে paste করুন ।

প্রসেস টা একটু বিরক্তি কর হলেও কিছুদিন করলে অভ্যাস হয়ে যাবে । এখন থেকে builtin bangali supported mobile ছাড়া অন্য মোবাইল গুলোতে ও আপনি বাংলা লিখতে বা পড়তে পারবেন

পোস্টটি করেছেন Sumon Gang (মোবাইলে বাংলা দেখা এবং বাংলায় লেখা.....সহজ পদ্ধতি) পোস্টটি ভালো লাগলে কোন প্রকার লগইন ছাড়াই মন্তব্য প্রদান করুণ। কোন প্রকার অনৈতিক মন্তব্য প্রদান না করার জন্য বিশেষ ভাবে অনুরুধ করা যাচ্ছে।

No comments found.

New comment