দুনিয়ার সবচেয়ে সহজ সিস্টেমে আপনার নোকিয়া মোবাইল ফ্ল্যাশ মারুন...।।। কোন টাকা লাগবো না...!!! টাকা লাগলে আমি আছি...,,,

09/02/2012 00:20

নোকিয়া মোবাইল ফ্ল্যাশ মারতে ভায় পাচ্ছেন.....!!! আমি বলি, আপনি ফ্ল্যাশ মারুন। কিছুই করা লাগবে না আপনার। জা করার আপনার পিসি করবে। আপনার সোনা মনি পিসি, , , উলু লুলু লুলু,



একটা মাত্র সফটওয়্যার লাগবে আপনার, আর কিছুই না। download.com থেকে নোকিয়া সফটওয়্যার আপডেটার (nokia software updater ) নামের এই সফটওয়্যারটে কামাই করে নিন। টাকা লাগবে না। আর লিঙ্ক দিলাম না। খুজে নিন। হোম পেজ এই পেয়ে জেতে পারেন খোদা সহায় থাকলে, , , , নাইলে লিখে সার্চ দিন। এবার ইন্সটল করুন। (শেখাতে হবে নাকি ) আপনার কাজ শেষ। আর কোন কস্ট নেই।



সফটওয়্যার টা চালু করুন। মোবাইল টা লাগান পিসিতে ডাটা কেবল দিয়ে। নেক্সট, কন্টিনিউ কিংবা হাবিজাবি কিছু আসলে দিয়ে দিন। সে নিজে থেকেই মোবাইলের জন্য লেটেস্ট অপারেটিং সিস্টেম খুজে করবে। (সবার শেসে বলব এই সিস্টেমের মাহাত্ত ) এবার ওকে করুন কিংবা কিছু আসলে দিয়ে দিন।



এবার পিসির কাজ ও শেষ কাজ করবে শুধু মডেম। নেট থেকে পুরো সফটওয়্যার এর একদম নতুন আপডেট নামাবে (যা কিনা এখন বাজারের কোন মোবাইলেও নেই) কিছুটা সময় লাগবে। কারন এইটা অনেক বড়। মোবাইল খুলবেন না ভুলেও। ডেড খাইতে পারে। প্রব্লেম নাইক্কা। আবার দিবেন। হয়ে যাবে। (আবার বইলেন না, এত সুজা না, ডেড হইলে ঠিক হয় না। আরে ভাই, আমি তো করছি নাকি? )



অনেক খানি সময় লাগবে এর জন্য। আমার নোকিয়া ই ৫১ মোবাইলের জন্য নেমেছিল মাত্র ! ৭৮ মেগা, টাচ সেট এর জন্য হয়তোবা ১৫০ পার হতে পারে। এর পর আর শুধু একাই সে মোবাইলে সফটওয়্যার সেট আপ করবে। বার বার মোবাইল রিস্টারট মারবে। ভয় পাবেন না। আর, সম্পূর্ণ হয়ে গেলে মোবাইল খুলে ফেলুন। পিসিতে আরো কিছু করতে চাইলে করতে দিবেন না, (অর ইচ্ছা মত নাকি হ্যা? )



(নোটিশঃ আমার মোবাইল এর তারিখ ছিল ২০০৮ এর। আমি নিজে ফ্ল্যাশ মারা পর সেটা ২০১২ হয়ে গেলো। পুরা পাংখা জিনিস তাই না? আহ, , , , , আর কিছু মে বি বলার নেই। সফটওয়্যার ডউনলোড করাটাই আসল। বাকি কাজ ও যদি বলে দেওয়া লাগে, , , তাইলে আপনার ফেলাশ মারন লাগবো না গো ভাই, , , ,

পোস্টটি করেছেন Sumon Gang (দুনিয়ার সবচেয়ে সহজ সিস্টেমে আপনার নোকিয়া মোবাইল ফ্ল্যাশ মারুন...।।।) পোস্টটি ভালো লাগলে কোন প্রকার লগইন ছাড়াই মন্তব্য প্রদান করুণ। কোন প্রকার অনৈতিক মন্তব্য প্রদান না করার জন্য বিশেষ ভাবে অনুরুধ করা যাচ্ছে।

No comments found.

New comment